More

    কৃষকের স্বার্থে ১৫ -২০দিনের জন্য স্থগিত কাঁঠালিয়ার কৃষি বাঁধ প্রকল্প

    অবশ্যই পরুন

    কৃষকের ফসলের ক্ষতি এড়াতে একটি প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।

    ​BADC এর আওতাধীন কাঁঠালিয়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৃষি বাঁধ প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রাতের মোর সংলগ্ন আব্দুল জব্বার মাওলানা বাড়ী সামনে হতে মীরাবাড়ী পর্যন্ত বিস্তৃত এই কৃষি বাঁধ নির্মাণকাজটি ১৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    স্থানীয় কৃষকের প্রায় ৪-৫ বিঘা জমির পাকা ধানের সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করে এই জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধান সম্পূর্ণভাবে কেটে ঘরে তোলার সুযোগ দিতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

    ​যদি ধান কাটতে এবং তুলতে নির্ধারিত ১৫ -২০ দিনের চেয়ে বেশি সময় লাগে, তবে প্রয়োজনে স্থগিতাদেশের সময় আরও বাড়ানো হতে পারে।

    ​স্থানীয় কৃষকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে BADC-এর এই পদক্ষেপটি এলাকায় ব্যাপক স্বস্তি এনেছে এবং কৃষি উন্নয়নের পাশাপাশি কৃষক সুরক্ষার প্রতি কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিএডিসি এর জেলা কর্মকর্তা। তিনি বলেন সাংবাদিক প্রতিনিধিরা বিষয়টি জানালে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শীতে সর্দি-কাশি হলে যা করবেন

    চলছে শীতের মৌসুম। এসময় পিঠা-পায়েস, কম্বলের উষ্ণতা যতই ভালোলাগুক না কেন; কিছু অসুখের ভয়ও থেকে যায়। ঠান্ডার সঙ্গে মানিয়ে...