বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার খবরে সারা দেশবাসীর ন্যায় বাকেরগঞ্জের প্রত্যন্ত গ্রাম চর- আউলিয়াপুর গ্রাম বাসীও উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় রয়েছেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে চলছে দোয়া, মিলাদ,বিশেষ মোনাজাত। প্রতিদিনই এলাকার কোন না কোন মসজিদে চলছে দোয়া ও মোনাজাত।
এ উপলক্ষ্যে ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব গ্রামবাসীর উদ্যোগে চর আউলিয়াপুর পুরাতন জামে মসজিদে বিশেষ দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার অসুস্থতার খবরে অত্যন্ত আবেগ আপ্লুত পরিবেশে দোয়া অনুষ্ঠানে গ্রামের সর্ব স্তরের সকল রাজনৈতিক মতাদর্শের লোকজন অংশগ্রহণ করে খালেদা জিয়ার রোগ মুক্তির সুস্থতা কামনা করেন। দোয়ার পরিচালনার আগে খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন মাওঃ মোজাম্মেল হোসেন খান।
