নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকাদের উপজেলা কার্যালয়ে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা।
ধর্মঘটে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সুশান্ত কুমার দাস, প্রিন্স ওঝা, মো. নাজমুল ইসলাম, পরিমল হালদার, সঞ্জয় ঢালী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফিরোজা জাহান মিলি, সমাপ্তি নাগ, জাকিয়া সুলতানা, পরিবার কল্যাণ সহকারী তামান্না আক্তার, অলকা রানী দাস, গীতা রানী মজুমদার, অলকা দাস,
প্রতিভা বাড়ৈ, মনিকা দাস, রাবেয়া আক্তার সুমি, বিভা হালদার, জয়ন্তী হালদার, তিথী মন্ডল, প্রিয়ংকা হালদার, সুমিতা চন্দ, মিতু আক্তার, তানজিলা আক্তার, কানন সরকার প্রমুখ। বক্তারা বলেন, তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি হিসেবে অনেক বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা,
গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর— কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদানসহ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে সেবা দিয়ে আসছেন। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো তাদের স্থায়ী কোনো নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক।
তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
