ক্লিনিকের বাথরুম পরিষ্কার করার সময় মিলল নবজাতক, খোঁজ নেই মা-বাবার—মাদারীপুরে ঘটেছে এমন এক হৃদয়বিদারক ঘটনা, যা সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।
বাবু চৌধুরী ক্লিনিকের বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম শুনলেন ক্ষীণ কান্নার শব্দ। দরজা খুলতেই চোখে পড়ে—ঠান্ডা মেঝেতে পড়ে আছে এক সদ্য জন্ম নেওয়া কন্যাশিশু। পৃথিবীতে এসেছে মাত্র কয়েক মিনিট, তবু মা-বাবার কেউ নেই তার পাশে।
ধারণা করা হচ্ছে, এক অজ্ঞাতপরিচয় নারী বাথরুমেই সন্তান জন্ম দিয়ে তাকে ফেলে রেখে তড়িঘড়ি করে চলে যান। অসহায় সেই ছোট্ট প্রাণটিকে কোলে তুলে নেন সাথী বেগম। পরে রিসিপশনিস্ট স্বর্ণালী খন্দকারকে নিয়ে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে পৌঁছে দেন।
চিকিৎসকদের ভাষায়, শিশুটি এখন নিরাপদে রয়েছে এবং সুস্থ আছে।
মায়ের কোলে না পেলেও, মানবতার কোলে জায়গা পেয়েছে সে—একটি কান্না আজ পুরো এলাকাকে ভাবিয়ে তুলেছে।
