More

    ববি ছাত্রদলের নির্বাচনের তফসিল ঘোষণা; ভোট গ্রহণ ৫ ডিসেম্বর

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কাউন্সিল-২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন এবং নির্বাচন কমিশনার এনামুল হক এনাম ও সাইফুল আলম বাদশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল ও নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়।

    ভোট শেষে তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করা হবে। ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ৩০০ টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে আগ্রহীরা। ৪ ডিসেম্বর বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ববি ছাত্রদলের নির্বাচনে কঠোর আচরণবিধি। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নির্বাচনে শুধুমাত্র নিয়মিত মাস্টার্স শিক্ষার্থীরা সভাপতি পদে লড়তে পারবেন। ব্যানার-ফেস্টুন, শো-ডাউন, গণমাধ্যমে কথা বলা ও ব্যক্তিগত প্রচারণা নিষিদ্ধ।

    কোনো প্যানেল নয়, সবাইকে এককভাবে নির্বাচন করতে হবে। প্রার্থী তালিকায় থাকবে কড়াকড়ি। ২০১৮-১৯ সেশন বা পরবর্তী নিয়মিত শিক্ষার্থীরা ভোটার হতে পারবেন। সভাপতি হতে পারবেন শুধু নিয়মিত মাস্টার্স শিক্ষার্থী। সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে লড়তে পারবেন ভোটার যোগ্যরা।

    মাস্টার্স ফাইনাল দেয়া কেউ প্রার্থী হতে পারবেন না। ৫% এর কম ভোট পেলে ভবিষ্যতে পদ মিলবে না। সরাসরি ভোটে মেধাভিত্তিক নেতৃত্ব নির্বাচিত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে শিক্ষকরা কর্মবিরতিতে, বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা

    পটুয়াখালীর বাউফলে চলমান শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়। বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। এ অবস্থায়...