ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও আদর্শ নারী পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন লালমোহন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠান শেষে সমাজের ইতিবাচক অবদান রাখার জন্য উপজেলার বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচিত নারীদের মাঝে পুরস্কার’ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজওয়ানুল হক , সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাসুদ তালুকদার, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
