More

    আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশনের উপ—সহকারী পরিচালক সুশান্ত রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা,

    উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারজানা আক্তার, বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীসহ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিভাগীয় বইমেলা ৩০ ডিসেম্বর

    প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে। আর বন্ধের দিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত...