আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়ার অস্থায়ী কার্যালয় উপজেলা শাখার সহ—সভাপতি সৈয়দ রুহুল আমিন আরজু’র সভাপতিত্বে আন্তর্জাতিক মানবাধিবার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, জাতীয় মানবাধিকার ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহমেদ রাজিব, সদস্য কাজী মনিরুজ্জামান, সাইফুল ইসলাম বেল্লাল, সৈকত সরকারসহ প্রমুখ।
