More

    বিএনপির ভোলা সদর কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

    অবশ্যই পরুন

    বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ভোলা জেলার সদর উপজেলা বিএনপি কমিটির ওপর আরোপিত সব ধরনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

    বুধবার (১০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, গত ১ নভেম্বর ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পর্যালোচনার পর আজ থেকে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে এখন থেকে ভোলা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে- মেজর হাফিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-৩ আসন (লালমোহন তজুমদ্দিন) ধানের শীষ...