More

    লালমোহনে মতবিনিময় সভা করলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম হোসেন

    অবশ্যই পরুন

    ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা.শামীম হোসেন লালমোহন উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক ডা. শামীম হোসেন’র মতবিনিময় সভায় বক্তারা তাদের বক্তব্যে লালমোহনের জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, মাদক প্রতিরোধ, শিক্ষার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন,আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক সমস্যা সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

    পরে জেলা প্রশাসক তাদের দাবি-দাওয়া বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এসময়,লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক,লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোঃ অলিউল ইসলাম,সমাজসেবা অফিসার মোঃ মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...