নির্বাচনী জোট বা আসন সমঝোতা—কোনোটিতেই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গণঅধিকার পরিষদ-জিওপি। দলটির মতে, জুলাইয়ের গণঅভ্যুত্থনের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আগামীর নতুন বাংলাদেশ গড়তে আগামী সংসদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নুরুল হক নুরের ফেসবুকে দেওয়া বার্তায় বলা হয়েছে, আগামীর ঐতিহাসিক সংসদে যেন জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সে লক্ষ্য নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে জোট ও আসন সমঝোতা বিষয়ে আলোচনা চলছে।
তবে যেকোনো সিদ্ধান্তই আসবে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে। তিনি আরও জানান, জোট বা আসন সমঝোতা নিয়ে গণঅধিকার পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী শনিবার দলের নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের সভায়।
