মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে চয়ন ইমতিয়াজ ডালিম (৩৮) মাতুব্বর নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার পশ্চিম খিলগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চয়ন ইমতিয়াজ ডালিম উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম খিলগ্রামের মৃত নূরু মাতুব্বরের ছেলে এবং তিনি ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডাসার উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা চয়ন ইমতিয়াজ গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
