More

    পটুয়াখালীর দুমকিতে বাঁশের সাঁকো দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ পারাপার  

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি,পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া নদীর ওপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের দু‘পারের বাসিন্দাদের জন্য সাঁকোটি যেন ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে।

    স্থানীয়রা জানান, ২৭ নং পশ্চিম মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর ওপর যাতায়াত সহজ করতে কয়েক বছর আগে তারা স্বেচ্ছাশ্রমে বাঁশ-কাঠ জোগাড় করে সাঁকোটি নির্মাণ করেন।

    বিশেষ করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের কথা ভেবেই উদ্যোগটি নেওয়া হয়েছিল। কিন্তু গত ৩-৪ বছরে কোনো সংস্কার না হওয়ায় সাঁকোটি প্রায় ভেঙেচুরে গেছে। প্রতিদিন শিশু শিক্ষার্থী ও স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: ঝর্ণা বেগম বলেন, সাঁকোটি দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। অনেক অংশ নরবরে হয়ে গেছে। দ্রুত সংস্কার প্রয়োজন।

    স্থানীয় বাসিন্দা আবু জাফর আলম খান, আবুল কালাম হাওলাদার, কামাল হাওলাদার, আলী মৃধা ও নয়ন মৃধা বলেন, সাঁকো মেরামতে খরচ বেশি। একা কারও পক্ষে দেওয়া সম্ভব নয়। বাঁশ, গাছ আর গুণা কিনতে পারলে আমরা নিজেরাই শ্রম দিয়ে মেরামত করে নিতে পারতাম। মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। ইউনিয়ন পরিষদের বাজেট সীমিত। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে খুব শিগগির সাঁকোটির জরুরি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

    পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার সী-বিচকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় এডুকো...