More

    “ইনশাল্লাহ আমরা জয়ের পথেই আছি” — পটুয়াখালী-৩ আসনে হাতপাখা প্রতীকে মনোনয়ন সংগ্রহ করলেন আবুবকর সিদ্দিক

    অবশ্যই পরুন

    গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতী আবুবকর সিদ্দিক হাতপাখা প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গলাচিপা–দশমিনা এলাকায় সর্বপ্রথম হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

    বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর ১টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাহামুদুল হাসানের দপ্তর থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে আবুবকর সিদ্দিক বলেন, “গলাচিপা–দশমিনা এলাকায় সর্বপ্রথম হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, ইনশাল্লাহ আমরা জয়ের রুটেই আছি।”

    মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কর, দশমিনা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলি, উপজেলা সহসভাপতি মোশাররফ হোসেন মাতব্বর,

    পৌর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নাজমুল হুদা রিপন, আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. ফোরকান গাজীসহ দলীয় নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

    পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার সী-বিচকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় এডুকো...