More

    ওসমান বিন হাদীর হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জে জামায়াতে ইসলামির সমাবেশ ও দোয়া মহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা:  আধিপত্য বাদ বিরোধী বিপ্লবী জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার রাত আটটার ( ৮) টার দিকে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে শহীদ ওসমান বিন হাদীর হত্যার প্রতিবাদে সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাকেরগঞ্জ ৬ আসনের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পৌর আমির মাওঃ নুরুল হক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ মোস্তাকুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন শিকদার, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মোঃ শহিদুল ইসলাম,বরিশাল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী সাইয়েদ আহমেদ।

    দোয়া অনুষ্ঠানে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, শহীদ ওসমান বিন হাদী আমাদের নতুন শক্তির অনুপ্রেরণা। হাদীর এই রক্ত বৃথা যেতে দেব না,বাংলাদেশের প্রতিটা যুবকই হবে হাদী। তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে শহীদ ওসমান বিন হাদীর কন্ঠ সব সময় ছিল বলিষ্ঠ। এই হাদিকে ভারতীয় আধিপত্য আগ্রাসী আক্রমণের শিকার হতে হয়েছে।

    শহীদ হাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কখনো মাথা নত করেন নি।অকুতোভয় এই জুলাই যোদ্ধা সব সময় দেশের জন্য মাতৃভূমির জন্য আপোষহীন সংগ্রামী ও বিপ্লবী ছিলেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাত বাসী করুন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিবের বিরুদ্ধেই ধর্ষণ মামলা

    বরিশাল নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে একাধিকবার ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে...