ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গতকাল সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগৈলঝাড়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী রাসেল সরদার মেহেদী নিজে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা সেক্রেটারী মো. পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ইমরান, গৌরনদী উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারী মাওলানা মো. এমদাদুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাফেজ মাওলানা আসাদুল্লাহসহ প্রমুখ।
