আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর করার ব্যাপারে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, ঐতিহ্যগতভাবে সমন্বিতভাবে প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে পুলিশ। এবারও তার ব্যত্যয় ঘটবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই প্রতিশ্রুতি দিতে চাই, প্রধান নির্বাচন কমিশনার এবং সকল নির্বাচন কমিশনারগণকে যে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে, এর ওপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই। আমরা সমাজের বিভিন্ন অংশের ছোটখাটো ইস্যুতে দাবি-দাওয়া, রাস্তা অবরোধ এবং হাইওয়ে অবরোধ, সমাজে অস্থিরতা সৃষ্টি- এসব যে প্রচেষ্টা দেখতে পাই, আমরা মনে করি এগুলো বন্ধ করার সময় এসেছে। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেয়া সম্ভব হবে না।
