মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা যুবদলের আয়োজনে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতা মো. মামুন শিকদার, সাইফুল ইসলাম, কালকিনি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার, পৌরসভা যুবদল নেতা তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সিসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান হবে।
