বাংলাদেশ-সংক্রান্ত একাধিক ইস্যুতে টানা বিক্ষোভের মধ্যেই এবার কলকাতায় দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের একটি হিন্দুত্ববাদী সংগঠন ‘অঞ্জনীপুত্র সেনা’ আয়োজিত বিক্ষোভে জাতীয় পতাকা পোড়ানোর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুলও দাহ করা হয়।
গতকাল রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে ওই সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভে অংশ নিয়ে সংগঠনটির সম্পাদক সুরেন্দ্র ভার্মা বলেন, দীপু দাস নামে এক হিন্দু যুবকের ওপর নির্যাতন ও হত্যার ঘটনায় তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন। তিনি দাবি করেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য তারা চাপ সৃষ্টি করছেন।
একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। সুরেন্দ্র ভার্মা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি এ ধরনের ঘটনা রোধে ব্যর্থ হয়, তাহলে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দীপু চন্দ্র দাস হত্যার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল বিক্ষোভে নামছে বলে জানা গেছে।
শাসক দলের কয়েকটি শাখা সংগঠনের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোও কর্মসূচি পালন করছে। এ ইস্যুকে কেন্দ্র করে এর আগে দিল্লি, কলকাতা ও ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ মিশনের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
