More

    ঝালকাঠি-২ আসনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল ০৯ প্রার্থীর

    অবশ্যই পরুন

    হাসান আরেফিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় সুষ্ঠ অবাধ নিবার্চন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন প্রার্থী ও সমর্থকরা।

    সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ঝালকাঠির নলছিটিতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত এ আসনের সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এদিন বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রির্টানিং অফিসার ও ইউএনও মোঃ জোবায়ের হাবিবের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এর আগে ঝালকাঠি-২ আসনের পক্ষে ঝালকাঠির জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মো.মমিন উদ্দীনের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছে জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।এছাড়াও ন্যাশনাল পিপলস পাট্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ ফোরকান হোসেন মনোনয়ন দাখিল করেছেন। এদিন রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির (জাপা)এম এ কুদ্দুস খান,জেএসডির মাসুদ পারভেজ, এবি পার্টির শেখ জামাল হোসেন, ইসলামি আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, গণ অধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর,সতন্ত্র প্রার্থী নুরুউদ্দীন সরকার ও সৈয়দ রাজ্জাক আলী সেলিম। তবে এ আসনে ইসলামি সমমনা ৮ দলের নতুন জোটের প্রার্থী হওয়ার গুঞ্জন শেখ নেয়ামুল করিমের।

    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার সকাল থেকেই নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সরগরম। নির্বাচনের লড়াইয়ে নামতে এক রকম উৎসব মুখর পরিবেশ। দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ঝালকাঠি-২ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা আছে। এছাড়া এক লাখ...