More

    ভোলা-৪ আসনে বিএনপি জামায়াতসহ ৫জনের মনোনয়ন বৈধ,ইসলামী আন্দোলনসহ ২প্রার্থীর মনোনয়ন বাতিল

    অবশ্যই পরুন

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই রবিবার (৪জানুয়ারি) দুপুর ১২টায় ভোলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংসদীয় আসন ভোলা-৪( চরফ্যাশন ও মনপুরা ১১৮) ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন ভোলা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

    এ আসনে যে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ জাতায়ীতাবাদী দল (বিএনপি) মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) মোঃ মিজানুর রহমান, আম জনতার দলের জালাল উদ্দিন রুমি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম।

    ভোলা-৪ আসনে সম্পদের বিবরণে আয়কর রিটার্নের গড়মিল থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল মোকাররম মো: কামাল উদ্দিন এবং সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থীতা বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান। উল্লেখ্য, এ আসনে বিভিন্ন দলের ৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাকি ৫জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় শোক সভা ও দোয়া...