More

    বানারীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সকল প্রকার অবৈধ জাল উদ্ধারে বিশেষ কম্বিং অভিযান

    অবশ্যই পরুন

    সুমন দেবনাথ : বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে নিষিদ্ধ ঘোষিত সকল প্রকার অবৈধ জাল উদ্ধারে বিশেষ কম্বিং অভিযান শুরু হয়েছে।

    ০১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ০৭ জানুয়ারি বুধবার পর্যন্ত প্রথম ধাপের এ অভিযান চলবে বলে জানা যয়। চারদিকে নদী বেষ্টিত বানারীপাড়া ৫ টি ইউনিয়ন, রয়েছে প্রচুর খাল, বিল, জলাশয়। এ সব জলাশয়ে বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। এতে প্রজনন করছে প্রচুর দেশীয় মাছ।

    যেমন শিং, কই, শোল, টাকি, গজার,  টেংড়া, বেলে মাছ সহ নানান প্রকারের মাছ। এক সময় এসব মাছে ভরপুর থাকলেও দিন দিন হারিয়ে যাচ্ছে এ সব মাছ। ইতিমধ্যে হারিয়ে গেছে অনেক প্রজাতি মাছ। এর কারন হিসেবে দেখা গেছে অবৈধ ভাবে মাছ ধরা, বিষ প্রয়োগে মাছ ধরা, খাল শুকিয়ে মাছ ধরা। এ ছাড়াও বড় একটি কারন অবৈধ চায়না দুয়ারি জাল, নেট জাল, মশারি জাল ব্যাবহার।

    এ জালে ব্যবহারে ধংসের মুখে পড়েছে দেশীয় মাছ। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফিরতে শুরু করেছে দেশীয় প্রজাতির মাছ। অন্যতম পদক্ষেপ গুলোর মধ্যে অবৈধ চায়না দুয়ারি জাল, চায়না চাই, বেহুন্দী (বাধাঁ)জাল উচ্ছেদ এবং মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত মাধ্যমে নদী গুলোতেও বেড়েছে সাদা মাছের সংখ্যা। এ প্রকল্পের মাধ্যমে নদী ভাঙ্গন কবলিত জেলে, অসহায় দুস্থ জেলেদের জীবন মান উন্নয়নে বকরি ছাগল বিতরন করা হয়। এছাড়াও বৈধ জাল ব্যাবহার বৃদ্ধিতে বৈধ জাল প্রদান করা হয়েছে।

    অপর দিকে বিভিন্ন প্রদর্শনী স্থাপনের মাধ্যমে চাষীদের স্বাবলম্বী করা হচ্ছে। এতে সুবিধা পাচ্ছে নারী মৎস্য চাষীগনও। এ প্রকল্পের মাধ্যমে মাছের নিরাপদ বিচরন কেন্দ্র হিসেবে বানারীপাড়ার সন্ধ্যা নদনদীতে তৈরী করা হয়েছে মৎস্য অভয় আশ্রম। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুস সালেহীন বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পটি দেশীয় প্রজাতির মাছ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এ প্রকল্পের অনুদানে জেলেদের জীবনমান উন্নত হচ্ছে।

    প্রকল্পের কার্যক্রমে মৎস্যজীবি ও মৎস্য চাষীরা উপকৃত হচ্ছে। তৈরি হচ্ছে নতুন নতুন মৎস্যচাষী। জেলেরা বিকল্প কর্মসংস্থান সুযোগ পাচ্ছে, বৈধ জাল বিতরনের ফলে অবৈধ জাল বন্ধ হচ্ছে। এক কথায় বলা চলে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প কাজ শুরু হওয়ার পর দক্ষ মাঠ সহায়ক কর্মী ও মৎস্য দপ্তরের অফিসারদের সমন্বয়ে কাজের ফলে একদিকে জেলেরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে অন্য দিকে অবৈধ জাল ব্যাবহার বন্ধ হচ্ছে।

    দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাচ্ছে। আশা করা যায় এ প্রকল্প চলমান থাকলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা সহ দেশের অতীত ঐতিহ্য রক্ষা পাবে বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুর-কাঠালিয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যাপক গণসংযোগ

    ঝালকাঠি প্রতিনিধি, মেহেদী হাসান : রাজাপুর-কাঠালিয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা ‍বাড়ছে। অনেকেই অভিব্যক্তি...