More

    বরিশালে অমৃত লাল দে কলেজে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৪

    অবশ্যই পরুন

    সংবাদদাতা , আতিফ হোসেন আরাফ :: বরিশাল সদর উপজেলার অমৃত লাল দে কলেজ এলাকায় স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

    জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত হাসপাতাল রোড সংলগ্ন অমৃত লাল দে কলেজ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। পূর্ব শত্রুতার জেরে প্রথমে কথা কাটাকাটির মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র—দা ও ব্লেড ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষে আহতদের মধ্যে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা উভয়ই রয়েছেন। আহতদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

    এ সময় সংঘর্ষে কলেজের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ও আতঙ্কজনক।

    ঘটনার সময় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও কোনো পক্ষকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, “এমন ভয়াবহ অবস্থা যেন আর না হয়। প্রশাসনের উচিত দ্রুত বিচার নিশ্চিত করা।”
    আহতদের পক্ষ থেকে বলা হয়, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি।”

    এ ঘটনায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

    উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুর-কাঠালিয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যাপক গণসংযোগ

    ঝালকাঠি প্রতিনিধি, মেহেদী হাসান : রাজাপুর-কাঠালিয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা ‍বাড়ছে। অনেকেই অভিব্যক্তি...