বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পূর্ব সাদিস আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর বৈষম্যমূলক চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বিদ্যালয়টিতে বর্তমানে নিয়মিত তিনজন শিক্ষক থাকার কথা থাকলেও বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় শিক্ষক রয়েছে দুইজন ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যা মাত্র ছয়জন। এরমধ্যে চতুর্থ শ্রেণীতে চারজন ও পঞ্চম শ্রেণীতে দুইজন। ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত সংকুচিত হয়ে পড়েছে।
বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কোনদিন ১০ জন কোনদিন ছয়জন শিক্ষার্থী নিয়ে নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছি। তবে এত কম শিক্ষার্থী থাকায় প্রতিযোগিতা, গ্রুপভিত্তিক পড়াশোনা বা সহপাঠ কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, শীত বেশি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। সহকারি শিক্ষক মো: মাহবুব আলম খান শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয় আসেনি। এবং বিদ্যালয়ের অবকাঠামো অনুন্নত থাকায় অনেক অভিভাবকেরাই তাদের শিক্ষার্থীদের এখানে ভর্তি করে না।
সহকারি শিক্ষক মোসা তহমিনা বেগম বলেন, পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী তিনজন আজ একজন বিদ্যালয়ে উপস্থিত হয়নি। তাই দুইজন শিক্ষার্থী নিয়েই পঞ্চম শ্রেণীর ক্লাস চলছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মোঃ রুহুল আমিন জানান, বিদ্যালয়টি পুনরুজ্জীবিত করতে সচেতনতা বৃদ্ধি, বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
