মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ওসমান (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের পুত্র। তিনি টেকেরহাট শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে মাছের আড়ত সংলগ্ন বায়তুল নূর ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ওসমান তার বন্ধু হাসিবুল (১৬)-কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে টেকেরহাট থেকে রাজৈরের দিকে যাচ্ছিলেন। তারা রাজৈর ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত হন হাসিবুল। আহত হাসিবুল রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওসমান সদ্য পবিত্র কোরানের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তার মাথায় পাগড়ি পরানোর অনুষ্ঠান নির্ধারিত ছিল।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
