কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মো. মিন্টু সরদারের পিতা মরহুম আলী আহাম্মদ সরদারের কবর জিয়ারত করেন।
পরে মিন্টু সরদারের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক উঠান বৈঠকে তিনি নির্বাচনী মতবিনিময় করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্যে খোকন তালুকদার এলাকার উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
