More

    কালকিনিতে জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা–২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা–২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না আক্তার। সৈয়দ আবুল হোসেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুস আলী উপস্থিত থেকে সহযোগিতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান।

    এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত, হামদ, নাত, বাংলা রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি এবং প্রতিযোগিতা আয়োজন করা হয়। সংগীত বিভাগে দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত,উচ্চাঙ্গসংগীত ও লোকসংগীত পরিবেশিত হয়।

    অংশগ্রহণ করেন কালকিনি ও ডাসার উপজেলার মাধ্যমিক বাংলা রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু একাধিক ধারায় নির্ধারণ করা হয় অংশগ্রহণ করেন কালকিনি ও ডাসার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বিচারক মণ্ডলী তাৎক্ষণিকভাবে বিষয় নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেন।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের ঘোষণা দেওয়া হয়। পুরো আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কালকিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের...