More

    মাদারীপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করেছে প্রশাসন ও পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার দুটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অমৃত মণ্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্ত্রী লাভলী বেগম। অমৃত মণ্ডল পেশায় একজন আনসার সদস্য এবং বর্তমানে ঢাকার মতিঝিল এলাকায় কর্মরত রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সারাদেশে একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    এ সময় মাদারীপুর শহরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী হিসেবে অংশ নেন অমৃত মণ্ডল। পরীক্ষা চলাকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ফোনটি তল্লাশি করে পরীক্ষার উত্তরপত্র সংবলিত তথ্য পাওয়া যায়। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, একই দিনে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে লাভলী বেগমকে আটক করা হয়।

    তিনি হাতে লেখা উত্তরপত্রের একটি নোট পড়ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই নোটের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

    শনিবার আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় প্রশ্নফাঁস চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের...