কালকিনি-ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. জালাল তালুকদার নামে এক ব্যবসায়ীর বসতবাড়ির ঘেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার পৌর এলাকার গোপালপুর এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জালাল তালুকদার, মো.ইদ্রিস, মো.হকিম সরদার, নাগর সরদার, সিরাজুল মুন্সি, আবদুর রব আকন, কাজী আবদুল মতিন, নজরুল আকন, হেমায়েত সরদার, আবদুল মোতালেব হাওলাদার, মনিরুজ্জামান। সংবাদ সম্মেলন জালাল তালুকদার অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত ৪৫নং গোপালপুর মৌজার ৬৫৪,৬৫৫ নং দাগের প্রায় ১০ শতাংশ জমিতে একই সঙ্গে দুইটি বসত ঘর নির্মাণ করি।
এ বাড়ির চতুর পাশে বেড়া নির্মান করি। কিন্তু জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মীর কায়েস ও তার লোকজন মিলে জালাল তালুকদারের বাড়ির ঘেটে তালাবদ্ধ করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ ঘটনায় জালাল তালুকদার বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে অভিযুক্ত কায়েস মীর ও তার লোকজনের বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কায়েস মীরকে পাওয়া যায়নি। এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পল্লব জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
