More

    মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ১ লাখ টাকা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ ‘মক্কা ব্রিক্স’ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটায় প্রস্তুত করা কাঁচা ইট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯ নম্বর সাপলেজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী মেসার্স মক্কা ব্রিক্স নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাটি প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল।

    এ কারণে ভাটার মালিক মোঃ ইউসুফ মুন্সিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে ভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম বলেন, “পরিবেশ, জনস্বাস্থ্য ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেসব ভাটা অনুমোদন ছাড়া বা নিয়ম না মেনে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

    এদিকে মোবাইল কোর্টের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় অবৈধ ইটভাটার কারণে নদীভাঙন, ফসলি জমির ক্ষতি ও পরিবেশ দূষণ বাড়ছিল। প্রশাসনের এই কঠোর পদক্ষেপ এলাকাবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য বন্ধ হবে এবং পরিবেশ ও কৃষিজমি সুরক্ষিত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির আরো ৫ নেতার জন্য সুখবর

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত পাঁচ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র...