নাজিরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে বিএনপি। তৃণমূলকে সুসংগঠিত করতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে শুরু হয়েছে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন।
এরই অংশ হিসেবে চৌঠাইমহল ওয়ার্ডে ৩১ সদস্যের একটি শক্তিশালী ‘নির্বাচন সেন্টার কমিটি’ গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল এলাকায় আয়োজিত এক কর্মী সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সুখেন হালদারকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন উপস্থিত নেতাকর্মীরা। দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী তৎপরতা শুরু হওয়ায় স্থানীয় কর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সভায় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচন মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। তাই প্রতিটি ভোটকেন্দ্রকে দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করতে হবে। নবগঠিত এই কমিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, কেবল চৌঠাইমহল নয়, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে এমন শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা হবে। কোনো ধরনের অপশক্তি যেন জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য এখন থেকেই সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তৃণমূলকে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
