More

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নিজ ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, নিহত রাবেয়া আক্তার বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুরি গ্রামের মো. জলিল হাওলাদারের মেয়ে এবং শেখ জাবেরের স্ত্রী, ঘটনার বিবরণ স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাবেয়া আক্তার তার পরিবার নিয়ে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সোমবার মাগরিবের আজানের সময় তার ছোট বোন পাখি আক্তার ঘরের ভেতর আড়ার সঙ্গে রাবেয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

    পাখির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পাখি আক্তার গত নয় মাস ধরে ওই বাসায় থেকে বড় বোনের সন্তানদের দেখাশোনা করছিলেন বলে জানা গেছে।

    খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান: ময়নাতদন্ত শেষে এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাবেয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অনেক চিকিৎসা করালেও তিনি সুস্থ হয়ে ওঠেননি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ ও শীত কালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

    জাহিদুল ইসলাম বরিশাল : বাকেরগঞ্জের গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শীত কালীন পিঠা উৎসব ২০২৬ ও শিক্ষার্থীদের মাঝে...