More

    ঝালকাঠিতে বসত ঘরে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে শিশু

    অবশ্যই পরুন

    ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম বাজারের ( শিবগঞ্জ হাট ) মুচি ব্যবসায়ী (ঝৃষি) বিষু দাসের বসত ঘরে আজ ভোর রাতে আগুন লাগে। মসজিদের থেকে মাইকিং করার মাধ্যমে স্থানীয়দের ডেকে তাদের সহযোগীতায় ঘরের ভিতরে থাকা লোকজনকে উদ্ধার করলেও ঘরের ভিতরে থাকা বিষুর বড় মেয়ে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়দের সহযোগীতায় অগ্নি দগ্ধ শিশুটিকে এ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। একইসাথে স্থানীয়দের সহযোগীতায়

    আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে বসত ঘরটি পুড়ে ভূমিভূত হয়। অপরদিকে বাজার ঢোকার জন্য বরিশাল-আটঘর সড়কের নবগ্রাম ব্রীজ সংলগ্ন নবগ্রাম মডেল হাই স্কুলের পাস দিয়ে বাজারে ঢোকার মূল সড়কটি ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে পারেনি।

    বিকল্প সড়ক দিয়ে ফায়ারের গাড়ী আসতে বিলম্ব হওয়ায় ঘরটি পুরোপুরি পুড়ে ভূমিভূত হয়। আগুন লাগার বিষয় বিষু দাসের কাছে জানতে চাওয়া হলে বিষু জানান, ফজরের সময় ধান সিদ্ধ করতে বাজার সংলগ্ন গাজী বাড়ীতে যাই। ঘরে আগুন লাগার পর লোকজনের চিৎকার শুনে আমি দৌড়ে যাই।

    এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিস থেকে আসা টিম লিডার মাহবুব জানান, আমরা ফোন পাওয়ার সাথে সাথে আমাদের গাড়ী নিয়ে বের হই। নবগ্রাম বাজারে ঢোকার মূল সড়কটি ছোট হওয়ায় আমাদের বিকল্প সড়ক দিয়ে গাড়ি নিয়ে একটু বিলম্ব হয়। ঘটনা স্থানে আসার পূর্বে স্থানীয়রা আগুন মোটামুটি নিয়ন্ত্রণ করলেও আমরা ভূমিভূত হওয়া ঘরের নিচে থাকা আগুন ১০/১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময়

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাদারীপুর-৩ আসনের সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন...