মোঃ জাহিদুল ইসলাম : বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে ধর্ষণের পরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী হৃদয় গাজী গ্রেফতার।
হৃদয় গাজী উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের বাচ্চু গাজীর পুত্র
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল মামলা নং (৫৫২/২০১৯) (জিআর ১৫৯/১১) বাদী ফিরোজ হাওলাদার এর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এবং ঘটনার পর থেকেই দীর্ঘদিন ছিল।
বাকেরগঞ্জ থানার এএসআই ফারুক হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ জানুয়ারী বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হৃদয় গাজীকে বাকেরগঞ্জের ভরপাশার কৃষ্ণ কাঠি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার সোহেল রানা বলেন দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দেয়া ওয়ারেন্ট পরোয়ানা ভুক্ত আসামী হৃদয় গাজীকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
