জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল নগরীর গির্জামহল্লা এলাকায় অবস্থিত আছমত আলী খান (এ.কে ইনস্টিটিউশন)-এর স্বনামধন্য প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষা ব্যবস্থাপনা, একাডেমিক সাফল্য, শৃঙ্খলা ও প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ মো. জসিম উদ্দিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
উপজেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার পর গত ১২ জানুয়ারি তিনি বরিশাল জেলা পর্যায়েও মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত ডকুমেন্ট যাচাই ও সাক্ষাৎকারের মাধ্যমে বরিশাল বিভাগের ছয় জেলার ছয়জন প্রধান শিক্ষকের মধ্য থেকে তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, মো. জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে আছমত আলী খান (এ.কে ইনস্টিটিউশন)-কে অত্যন্ত দক্ষতা, সততা ও দূরদর্শিতার সঙ্গে পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশে এসেছে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন।
এদিকে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে প্রায় চার বছর ধরে আওয়ামী দোসরদের দ্বারা নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হলেও পুনরায় স্বপদে ফিরে তিনি নতুন উদ্যমে প্রতিষ্ঠানটির মর্যাদা ও সুনাম পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্ধারণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ২০ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
তার এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট মহল গভীর সন্তোষ প্রকাশ করে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
