কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রাকে কার্যকর করতে বিএনপির ব্যাপক পরিকল্পনা রয়েছে।
এই সুযোগকে কাজে লাগাতে বিএনপিকে আগামি দিনে সহায়তা করতে হবে। দেশে বিএনপি ও আওয়ামী লীগ দুই টা বড় দল। যেহেতু আওয়ামী লীগ এখন নেই। আগামি নির্বাচনে অংশ নিতে পারছে না, তাই অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে-ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘ আমার দল যেমন সবার আগে বাংলাদেশ- স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে, তেমনি আমি দলীয় স্লোগানের পরও আমার কাছে ‘সবার আগে কলাপাড়ার উন্নয়ন ও কলাপাড়ার জনগণের উন্নয়ন-এমন আরেকটি স্লোগান রয়েছে ।
’ আজ শনিবার রাতে চায়না গার্ডেন রেস্তোরাঁয় এসএসসি ব্যাচ ভিত্তিক সংগঠন টিম ৯১ আয়োজিত “ভোটের কৌশল, বদলাবে কলাপাড়ার ভবিষ্যৎ” শীর্ষক নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক,
সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, পুলিশি থানা মহিপুর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নারগিস আক্তার কাজল, পৌর মহিলা দলের সভাপতি ফারজানা শাম্মি ফ্লোরা, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন টিম-৯১ সদস্য সৈয়দ গোলাম হায়দার সোহেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিম-৯১ সদস্য মনিরুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিএনপির আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। চায়না গার্ডেন রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভন্ন স্থানে কর্মরত ও কলাপাড়ায় বসবাসরত এসএসসি ব্যাচ-৯১ এর অসংখ্য সদস্য অংশ নেন। ওই ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
