বাকেরগঞ্জে নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে।
২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অনু্ষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন আমিরুল ইসলাম সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৫৩৪২ জন। তার মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর প্রদান করা হয়েছে।
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনেরর জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, চলতি অর্থবছরে ৬০ জন জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে।
