More

    এনএসআইয়ের অভিযানে ঢাকা–বরিশাল মহাসড়ক থেকে ৫ হাজার ঝাটকা ইলিশ জব্দ, বিতরণ

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযানে আনুমানিক প্রায় ৫০০০ পিছ ঝাটকা ইলিশ মাছ জব্দ ও পরবর্তীতে বিতরণ করা হয়।

    বরিশাল মহানগরীর ২৯ নং ওয়ার্ডস্থ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০০০ পিচ ঝাটকা মাছ জব্দ করা হয়।

    গোয়েন্দারা গোপন সূত্রে জানতে পারে যে, ঢাকা মেট্রো-ব-১২-২০৫৯ নম্বর সংযুক্ত ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে উল্লিখিত ঝাটকা মাছগুলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই গোয়েন্দাদের একটি অভিযানিক দল বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনের মহাসড়ক থেকে গাড়িটি গতিরোধ করে এবং গাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে যাত্রীদের মালামাল রাখার স্থানে ঝাটকা মাছের ককশিট পাওয়া যায়।

    পরবর্তীতে জব্দকৃত মাছগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম পলিন এর নির্দেশক্রমে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেন এর উপস্থিতিতে সরকারি শিশু পরিবার, নিকটস্থ বৃদ্ধাশ্রম ও কয়েকটি এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা আ. রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি , মো:মেহেদী হাসান: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ বাজারে বীর মুক্তিযোদ্ধা আ. রহমান-এর রুহের মাগফিরাত কামনা এবং 'বীর মুক্তিযোদ্ধা...