দীর্ঘ ১৭ বছর পড়ে এদেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাকেরগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে সুস্ঠ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচনে কাহারো পেশী শক্তির কাছে অন্তরায় সৃষ্টি হলে তা জনসাধারণ প্রতিহত করবে।
২২ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার ভরপাশায় নির্বাচনী এক জনসভায় বরিশাল ৬( বাকেরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর। ভোটারেরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিষ্ট সরকারের করাল গ্রাসে আবদ্ধ ছিল এদেশের সাধারণ মানুষের স্বাধীনতা। রুদ্ধ ছিল ভোটাধিকার বঞ্চিত ছিল এদেশের ভোটারেরা। দেশের জনগন সেই পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের মত আর কোন অপশক্তিকে ক্ষমতার মসনদে দেখতে চায় না।
মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেন, কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীকে এদেশের জনসাধারণ আর মেনে নেবে না। সব কিছুর ধারক ও বাহক হবে এদেশের জনগন।
তিনি বলেন, নির্বাচনে কেউ কোন ধরনের পেশী শক্তির মাধ্যমে প্রভাব সৃষ্টির পায়তারা করলে সমুচিত জবাব দেওয়া হবে। সকল অপ শক্তির প্রভাব থেকে দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র পরিচালনার বিকল্প নেই।
