More

    গলাচিপায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার

    অবশ্যই পরুন

    গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌন অভিযানে গলাচিপা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলী হোসেন (৭০) ও তার স্ত্রী বানু বেগম (৬০)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলী হোসেন ও বানু বেগমের বসতবাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের বাড়ি থেকে প্রায় ৪৫০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার বাটখারা এবং নগদ ৩ লাখ ৩৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

    গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে জনসভার মাঠ পরিদর্শনে বিএনপি নেতারা

    বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভার মাঠ বেলস পার্ক পরিদর্শন করছেন বিএনপির নেতারা। বিএপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শুক্রবার...