More

    তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে জনসভার মাঠ পরিদর্শনে বিএনপি নেতারা

    অবশ্যই পরুন

    বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভার মাঠ বেলস পার্ক পরিদর্শন করছেন বিএনপির নেতারা। বিএপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শুক্রবার দুপুরে মাঠ পরিদর্শন করেন।

    এদিকে আগামী ২৭ জানুয়ারী বরিশালে আসার কথা রয়েছে তারেক রহমানের। তার আগমনকে কেন্দ্র করে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে বিএনপি। বরিশালের ২১ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিভাগের ৬ জেলার নেতাকর্মীরা তারেক রহমানের জনসভায় উপস্থিত থাকবেন।

    এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

    এ সময় বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বরিশাল ডট নিউজকে বলেন, ধানের শীষের পক্ষে মানুষের আগ্রহ দেখছি। আমরা কখনও ভোট কারচুপি ও অন্যভাবে কাউকে বিভ্রান্ত করিনি। ভোটে দাড়ালেই তো সবাই প্রতিদ্বন্ধি । তবে ভোটের লড়াইতে তো আসতে হবে। জনগন যাকে ভোট দিবে তিনিই বিজয়ী হবেন।”

    চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এত লোক হবে শেষ পর্যন্ত আমরা জায়গা দিতে পারবো কিনা তা নিয়ে চিন্তিত।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় ঘোষণা “শহীদ ওসমান হাদী চত্বর”

    বরগুনা প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় একটি গুরুত্বপূর্ণ স্থানের নতুন...