More

    পায়রা সমুদ্র বন্দর ও কুয়াকাটার আগামী দিনের উন্নয়নে বিএনপি’র বিকল্প নাই

    অবশ্যই পরুন

    বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘একটা দল ইসলাম ও বেহেশতের কথা বলে সহজ সরল ধর্মভীরু ভোটারদের কাছে গিয়ে নানা কৌশলে ভোট চাচ্ছেন, এদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

    শুক্রবার রাতে কলাপাড়া পৌরশহরের মিনি মার্কেটে পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে তিঁনি এসব কথা বলেন। এসময় তিঁনি আরও বলেন, ‘দেশের উন্নয়ন তথা পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন। কারণ এই জনপদের উন্নয়ন অগ্রযাত্রা বিএনপি শুরু করেছিল।’

    কলাপাড়া পৌরশহরের মিনি মার্কেটে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. শফিকুল হক পনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।

    ভোটারদের উদ্দেশ্যে মোশাররফ হোসেন বলেন, ‘কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দরের আগামি দিনের উন্নয়নে বিএনপি’র কোন বিকল্প নাই। কে কোন দল করেন এটি বিষয় নয়, অন্তত উন্নয়নের স্বার্থে এবারে ধানের শীষে ভোট দিন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সম্পর্কের মনমালিন্যে প্রেমিকের দেহ পাঁচ টুকরো করেন সুফিয়া

    চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দুই কাটা হাত উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে,...