More

    ঝালকাঠির কাঁঠালিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর

    অবশ্যই পরুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। উপজেলার বানাই বাজারে একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ও অফিস ভাঙচুরে রূপ নেয়। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন একজন।

    ঘটনাটি ঘটেছে গতকাল ২৪ জানুয়ারি, শনিবার রাত ১০টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বিএনপি নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বাগ বিতণ্ডার সূত্রপাত হয়। যা পরবর্তীতে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় রূপ নেয়।

    ​ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। ভাঙচুর করা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।
    ​​
    স্থানীয়দের অভিযোগ, এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। স্থানীয় এক ইলেকট্রনিক্স দোকানদার দাবি করেন, ভাণ্ডারিয়া থেকে বহিরাগতদের এনে ‘আওয়ামী চক্র’ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।


    ​হামলায় জুয়েল তালুকদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জুয়েল তালুকদার এই হামলার জন্য বাদশা তালুকদারের ইন্ধনে ফয়সাল তালুকদারকে দায়ী করেছেন। তবে অভিযুক্ত ফয়সাল তালুকদারের বাবা ফারুক তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন—

    “জুয়েল তালুকদার আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি সেজে মূল ধারার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমার ভাইয়েরা আজীবন বিএনপি করে আসছে, আমরা এই হামলার সাথে জড়িত না।”

    এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, দলীয় কার্যালয় ও চেয়ারপার্সনের ছবি ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    ​এদিকে পুলিশ বলছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
    আবু নাছের রায়হান, ওসি, কাঁঠালিয়া থানা: “আমরা ঘটনাটি তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মেজ ভাই হাদির সন্তানকে যুক্তরাজ্য নিয়ে যেতে চান, হাদির স্ত্রীর ‘না’

    যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের...