More

    ভবিষ্যৎ পৃথিবী ও নতুন বাংলাদেশ গঠনে প্রস্তুত নতুন প্রজন্ম

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রশাসন ও SEAL Bangladesh-এর উদ্যোগে “ভবিষ্যৎ পৃথিবী ও নতুন বাংলাদেশ: নতুন প্রজন্মের প্রস্তুতি” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি (শনিবার) বিকাল ৪টায় গলাচিপা উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও বিশ্বস্বাস্থ্য–২ শাখার সিনিয়র সহকারী সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

    সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ, তথ্য আপা ইসমত আরা, দৈনিক যায়যায়দিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি ও বেইজবিল্ড ডিজিটাল একাডেমির পরিচালনা কমিটির সদস্য রিয়াদ হোসাইন, বাঁশবুনিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ওমর ফারুক নয়ন, পানপট্টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান, গোলখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান (চয়ন), উত্তর চরবিশ্বাস সালেহা খাতুন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের মানসিক ও নৈতিকভাবে প্রস্তুত করা।

    বক্তব্যে মো. মহিউদ্দিন আল হেলাল শিক্ষার্থীদের সুশিক্ষা, উন্নত চরিত্র গঠন, দেশপ্রেম ও আলোকিত জীবন গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, তাঁর প্রাঞ্জল ও বাস্তবধর্মী বক্তব্য তাদের চিন্তাধারাকে সমৃদ্ধ করেছে এবং স্বপ্ন দেখার পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে নতুন প্রেরণা জুগিয়েছে। শুধু বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদের পুরস্কৃত করেন।

    এতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের মতে, মো. মহিউদ্দিন আল হেলাল কেবল একজন দক্ষ প্রশাসকই নন, তিনি একজন চিন্তাশীল পথপ্রদর্শক—যিনি জ্ঞান, মূল্যবোধ ও দেশপ্রেমের আলো দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন নাগরিক ও চিন্তাশীল মহল মো. মহিউদ্দিন আল হেলালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দাপ্তরিক দায়িত্বের বাইরেও তিনি সময় পেলেই শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে নিজেকে নিবেদিত রেখে চলেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে ৬ লিটার দেশি মদসহ সাবেক জিয়া মঞ্চ নেতা গ্রেফতার

    ​ঝালকাঠি প্রতিনিধি:  ​ঝালকাঠি সদর উপজেলায় জেলা ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ৬ লিটার দেশি মদসহ মোঃ নাছির উদ্দিন মৃধা...