More

    নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শাসন পদ্ধতি হলো গণতন্ত্র-মেজর হাফিজ

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ, ভোলা প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.)হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শাসন পদ্ধতি হলো গণতন্ত্র। আমরা এ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলন করেছি।

    এ ছিলো গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। একটি দল ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে বিভক্ত করা চেস্টা করছে। যারা বেহেস্তের লোভ দেখিয়ে ভোট চায়। বিএনপি একাত্তর ও ছব্বিশ এর চেতনায় দেশ পরিচালনা করবে।

    শনিবার (২৫ জানুয়ারি) বিকালে চাচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।

    সভায় চাচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু,সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার,মহিউদ্দিন জুলফিকার,

    জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, এ্যাডভোকেট খালিদ হাসান মিরাজ, গিয়াসউদ্দিন হাওলাদার, আল মামুন প্রমূখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে পৌর করমেলার উদ্বোধন করলেন ইউএনও মো: শাহ আজিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: পৌর করে চলছে উন্নয়নের চাকা সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’’ শ্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে...