More

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে—নুরুল হক নুরের অভিযোগ

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী নুরুল হক নুর দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

    সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশী-বিদেশী অপশক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশে সংকট তৈরি ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তাদের লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা। এ উদ্দেশ্যে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিং এবং সভা-সমাবেশে নাশকতা চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

    নুরুল হক নুর আরও উল্লেখ করেন, ভোটের ফাঁদে বিভিন্ন আসনের প্রার্থীদের ব্যবহার করে এই অপশক্তি নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। এ প্রেক্ষিতে তিনি পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত এক বেপরোয়া স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

    ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, গতকাল রাতে লিফলেট বিতরণ শেষে পানপট্টি যাওয়ার পথে রাতের অন্ধকারে তার এক নেতার ওপর অতর্কিত হামলা চালানো হয়। পাশাপাশি আজ সন্ধ্যার পর চিকনিকান্দি থেকে ফেরার সময় ডাকুয়া স্লুইস বাজারের একটু আগে অন্ধকারে ওই প্রার্থীর লোকজন পরিচয়ে তাদের পথরোধ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি ও স্লোগান দিতে থাকে। তবে কৌশলে তারা সংঘর্ষ এড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে পৌর করমেলার উদ্বোধন করলেন ইউএনও মো: শাহ আজিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: পৌর করে চলছে উন্নয়নের চাকা সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’’ শ্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে...