More

    ভোটারদের নৈতিক ও ধর্মীয় দৃষ্টিতে উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক প্রচারণা ও সভা

    অবশ্যই পরুন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বরগুনার বেতাগীতে মসজিদভিত্তিক সচেতনতামূলক প্রচারণা ও সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘দেশের চারি আপনার হাতে’এই স্লোগানকে সামনে রেখে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটারদের নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ইমামদের মাধ্যমে সাধারণ ভোটারদের ভোটদান প্রক্রিয়ায় উৎসাহিত করা হয়েছে।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মুহ.সাদ্দাম হোসেন।

    সর্বশেষ তথ্য অনুযায়ী উপজেলার ১৫০টি মসজিদে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে ইমাম, জনষাধারন ও ইসলামী ফাউন্ডেশনের সংশ্লিস্টদের অবহিত করতেই এ সভার আয়োজন করা হয়। এর আগেও উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলনের মাধ্যমে ইমামদেরকে নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধ করা হয়েছে।

    এখানে অনেক সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে ইতিপূর্বে স্পষ্ট ধারণা না রাখলেও ভোটারদের সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন মসজিদে মসজিদে গণভোটের নিয়মাবলী এবং গণভোটের জন্য গোলাপী রঙের ব্যালট পেপার থাকবে বলে প্রচারনা চালানো হয়।

    উপজেলা ইসলামী ফাউন্ডেশন জানায়, পবিত্র জুমার নামাজের পর উপজেলার ১৫০টি মসজিদে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সভা, প্রচারনা ও শেষে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং ইমামদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া ও মুসল্লিদের মাঝে ভোট প্রদানের গুরুত্ব এবং গণভোটের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মুহ.সাদ্দাম হোসেন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটে। সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ হিসেবে ইমামরা সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
    উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা বলেন,গণভোটে ভোটারদের নির্ভয়ে ও সঠিকভাবে ভোট প্রদান নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

    ‎জাতীয় ইমাম পরিষদ সমিতি বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান বলেন, ভোটারদের নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক খুতবা ও বয়ানের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীকের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিশাল নির্বাচনী মিছিল

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া প্রতীক)...