গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া প্রতীক) সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় দশমিনা উপজেলা সদর থেকে মিছিলটি বের হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন প্রার্থী হাসান মামুন। তিনি বলেন, জনগণের মধ্যে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কিছু নেতাকে অর্থের বিনিময়ে কিনে নেওয়া হয়েছে এবং তারা দলের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যারা অর্থের বিনিময়ে বিএনপির ঐক্যে ফাটল ধরিয়েছে, তাদের বিরুদ্ধে ১২ জানুয়ারির পর জনগণের ঐক্যের মধ্য দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও দাবি করেন, আগামী ১২ জানুয়ারির ভোটের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“ভোটের দিনে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। কোনো অপশক্তি ভোটের রায় পরিবর্তন করতে পারবে না। আমরা ও প্রশাসন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করব।”
পথসভায় তিনি আওয়ামী লীগের ভোটদানকে কেন্দ্র করে একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। তিনি দাবি করেন, বিএনপি ও বিরোধী পক্ষের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের ভোট দখলের একটি অপচেষ্টা চলছে—যা আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকচ করেছেন বলে জানান তিনি।
এসময় তিনি দশমিনা উপজেলার চর-বোরহান ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে প্রচারণাকালে জনগণের ব্যাপক সাড়া ও “বাঁধভাঙা জোয়ার” দেখেছেন বলেও দাবি করেন। বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতার কাছে তার নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’তে ভোট দেওয়ার আহ্বান জানান।
