More

    বেফাস মন্তব্যের জেরে জামায়াতের বরগুনা জেলা সহকারী সেক্রেটারী পদ থেকে শামীম আহসান অব্যাহতি

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা সহকারী সেক্রেটারী মোঃ শামীম আহসানকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে।

    সংগঠন সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার কাটাখালিতে দাঁড়িপাল্লার পক্ষে অনুষ্ঠিত এক জনসভায় তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি বেফাস মন্তব্য করেন। ওই বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হন।

    জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, শামীম আহসানের ওই মন্তব্য সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি। তার বক্তব্যের কারণে বাংলাদেশ

    জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা কর্ম পরিষদ মনে করে।

    এ প্রেক্ষিতে জেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হয় এবং বরগুনা জেলা সহকারী সেক্রেটারীর দায়িত্বসহ সংগঠনের সকল প্রকার দায়-দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

    এ বিষয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী অফিস ভাঙচুর

    পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও...