বরগুনা প্রতিনিধি : ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্জনের জন্য প্রচারণা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এতদিন তারা এ বিষয়ে অনলাইনে সরব থাকলেও এবার মাঠে নেমে লিফলেট বিতরণ করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বরগুনা পৌর শহরের নাথ পট্টি লেক পাড়ের শেখ রাসেল স্কয়ারের সামনেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ ও বাজার এলাকায় এসব লিফলেট ছড়িয়ে দেওয়া হয়।
সংগঠনটির বরগুনা জেলার সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, সকালে রাস্তায় ও দেয়ালে সাঁটানো অবস্থায় লিফলেটগুলো দেখতে পান। লিফলেটে আসন্ন নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয় এবং লেখা রয়েছে, প্রতারণা, প্রহসন, ফাঁকি ও ফাঁদের ভোট বয়কট করুন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা, কী উদ্দেশ্যে এসব লিফলেট বিতরণ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
